সেপ্টেম্বর অন যশোর রোড

 


কি এই সেপ্টেম্বর অন যশোর রোড, কেন এই নাম করণ করা হয়েছে?

“মুজিব বর্ষ”-২০২0 উপলক্ষ্যে

 

গীতি-নৃত্যনাট্য

সেপ্টেম্বর অন যশোর রোড

জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে

২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার সন্ধ্যা ৭ টায়

মূল ভাবনা: মো: তমিজুল ইসলাম খান

জেলা প্রশাসক, যশোর।

পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনায়:

সুকুমার দাস

সহ-সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, যশোর

অংশগ্রহণে: যশোরের সকল প্রতিষ্ঠানের শিল্পীবৃন্দ

আয়োজনে: জেলা শিল্পকলা একাডেমি, যশোর

সার্বিক সহযোগিতায়: জেলা প্রশাসন, যশোর।

এই অনুষ্ঠানটি সেপ্টেম্বর অন যশোর রোডকে ঘিরে আয়োজিত হয়েছে। 




“সেপ্টেম্বর অন যশোর রোড”

যশোর রোড শুধুমাত্র একটি রাস্তা নয়। একটি আবেগের নাম, একটি ঐতিহ্যের নাম। আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে মিশে আছে এই যশোর রোডের নাম।

এই রাস্তার রয়েছে একটি সুপ্রাচীন ইতিহাস। ১৮৪০ সালে নড়াইলের জমিদার কালীপোদ্দার তাঁর মায়ের গঙ্গাস্নানের জন্য যশোরের বকচর থেকে কলকাতার কালীঘাট পর্যন্ত এই রাস্তা নির্মাণ করেন ২,৫৮,০০০-/ টাকা ব্যয়ে কয়েক হাজার শ্রমিকের প্রচেষ্টায়। নির্মাণ কাজ শেষ হয় ১৮৪২ সালে। এরপর কালীবাবু রাস্তার দু’ধারে ছায়ার জন্য প্রচুর বৃক্ষ রোপন করেন। দীর্ঘদিন এটি কালীবাবুর রাস্তা নামে পরিচিত ছিল যা আজ যশোর রোডে পরিণত হয়েছে। অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ভারতের কলকাতাতে এসে ওঠেন বন্ধু সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ী। বাংলাদেশ  থেকে যাওয়া শরণার্থীরা তখন পশ্চিমবঙ্গের নানা জায়গায় রাস্তার ধারে আশ্রয় নিয়েছে। সে বছর প্রচুর বৃষ্টিপাত হওয়ায় যশোর রোড পানিতে ডুবে যায়। গিন্সবার্গ সড়ক পথে যেতে না পেরে নৌকায় করে বনগাঁ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসেন। তিনি সীমান্ত ও এর আশপাশের শিবির গুলিতে বসবাসরত মানুষের দুর্দশা প্রত্যক্ষ করে সেই অভিজ্ঞতা থেকে এই দীর্ঘ কালজয়ী কবিতা লেখেন। আমেরিকাতে ফিরে গিয়ে বন্ধু বব ডিলান, পণ্ডিত রবি শংকরসহ অন্যান্য গায়ক ও শিল্পীদের সহায়তায় এই গান গেয়ে কনসার্ট করেছিলেন। “কনসার্ট ফর বাংলাদেশ” ছাড়াও গিন্সবার্গ রাশিয়ান কবি ইয়েভগেনি তুসোস্কোর সাথে কবিতা পাঠের আসরও করেছিলেন।

ইংরেজি কবিতাটি প্রথম অনুবাদ করেন প্রয়াত তরুণ কবি মোহাম্মদ ফারাবী। পরে মৌসুমী ভৌমিক কবিতাটির ভাবানুবাদ করে গান করেন যা “মুক্তির গান” এ ব্যবহৃত হয় ১৯৯৯ সালে।

কবিতাটি শুনুন



মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের সেই কালজয়ী কবিতা অবলম্বনে শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপচে পড়া সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে মঞ্চস্থ হয় ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।

মুজিববর্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ গীতি নৃত্যনাট্য পরিবেশনার মধ্য দিয়ে বৈশ্বিক মহামারি করোনায় প্রায় ছয় মাস স্থবির থাকা যশোর সংস্কৃতি অঙ্গনে প্রাণসঞ্চার হয়েছে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ ছয় শতাধিক সংস্কৃতিপ্রেমী এ পরিবেশনা উপভোগ করেন।





কোন মন্তব্য নেই

no. Blogger দ্বারা পরিচালিত.