জেলা ব্র্যান্ডবুক ফটোগ্রাফি কনটেস্ট
যশোর জেলার ব্র্যান্ডবুকের জন্য অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতা (Photography Contest)
সম্মানিত যশোরবাসী,
আপনারা জেনে আনন্দিত হবেন যে, ঐতিহ্যের জনপদ যশোরের ব্র্যান্ডবুক হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারের এই উদ্যোগে আমরা আপনাদেরকে পাশে চাই। ব্র্যান্ডবুকে আপনাদের তোলা ছবি ব্যবহৃত হবে। তাই আর বিলম্ব না করে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ুন।
যশোর জেলার নদ-নদী, বাওড় ও অন্যান্য জলাধার প্রকৃতি, ফুল, পুরাকীর্তি, আধুনিক স্থাপনা, মুক্তিযুদ্ধের স্মারক, শিল্প স্থাপনা, বিনোদন কেন্দ্র, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির আলোকচিত্র ধারণ করুন আপনার ক্যামেরায়।
ছবি যে সব থিম এর উপর ভিত্তি করে তুলবেন তার একটা ধারণা পেতে বর্তমান ব্র্যান্ডবুক (ডাউনলোড লিংক) টি দেখতে পারেন।
সম্ভব ক্ষেত্রে নৈর্ব্যক্তিক (মানুষের উপস্থিতি ছাড়া) ছবি অগ্রাধিকার পাবে। ছবির সঙ্গে সংক্ষিপ্ত বর্ণনা সংযুক্ত করে প্রেরণ করতে হবে। নির্বাচিত আলোক চিত্র ফটোগ্রাফারের নামসহ ব্র্যান্ড বুকে সংযুক্ত হবে। ছবি পাঠানোর শেষ সময় আগামী ৩১ অক্টোবর, ২০২০ তারিখ।
সেরা তিনটি ছবির জন্য জেলা প্রশাসন কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হবে। ব্র্যান্ডবুকে প্রতিটি ছবির নিচে আলোকচিত্রীর নাম থাকবে।
ছবি পাঠানোর নিয়মাবলি:
- গুগল ফর্মের মাধ্যমে ছবি প্রেরণ করার জন্য https://forms.gle/RMepUfmAysXF4dYq6 এই লিংক এ প্রবেশ করুন।
- নির্দেশনা গুলো পড়ুন।
- একসাথে সর্বোচ্চ ১০ টি ছবি আপলোড করতে পারবেন।
- ছবির ফাইল নেম এর প্রথম অংশে আপনাদের মোবাইল নং এবং এর পর হাইফেন (-) দিয়ে লিখতে হবে। যেমন কারো মোবাইল নং 01318252925 হলে এবং সে যদি তিনট ছবি পাঠায় তবে ফাইল নেম হবে (01318252925-1.jpg, 01318252925-2.jpg, 01318252925-3.jpg এরূপ।
- ফাইলের এক্সটেনশন jpg হলে ভাল হয়। তবে bmp/ png পাঠালেও চলবে।
- ছবি পাঠানোর শেষ সময়ঃ ৩১ অক্টোবর ২০২০
কোন মন্তব্য নেই